অনেক বার চেষ্টা করেছো প্রিয়তমা,
আমায় ছেড়ে যেতে বহুদূরে।
প্রতিবারই আমি তোমায়,
গল্প শুনিয়েছি,
তুমি না থাকার কস্টের গল্প।
তুমি হারানো যন্ত্রণার গল্প,
বুকের বাঁদিকে চিনচিন করা ব্যাথার গল্প।
মাইকেল বোল্টনের ভাষায় বলেছি,
"Tell me one thing more before I go.....
Tell me how am supposed to Live without you? "
সুনীলের ভাষায় বলেছি,
"কেউ কথা রাখেনি,
কেউ কথা রাখেনা "।


অনেক বাহানা করেছ,
আমাকে আপন না করার কঠোরতায়।
প্রতিবারই আমি তোমায়,
ভূলিয়ে রেখেছি,
ভালোবাসার সর্গ সুখের স্বপ্নে।
কখনো কখনো মশকুল করে রেখেছি,
আমারই ভাবনায়।


গল্পে মাতিয়ে রেখেছি.....
এলো চুলে খোঁপা বাঁধার গল্প,
চঞ্চল পায়ে নুপুর বাঁধার গল্প।
মনখারাপের রাতে মধুচন্দ্রিমার গল্প,
হরিণি নয়নে কাঁজল আঁকার গল্প।
ছলছল চোখে মায়া জড়ানোর,
মাথা যন্ত্রণার দূপুরে লোমশ বক্ষে চেপে ধরার গল্প।
চপল পায়ে আলতা রাঙানোর গল্প,
উল্টো পাল্টা করে তোমায় সাজানোর গল্প।
শরৎে কাশবনে হাত ধরে ঘুরে বেড়ানোর গল্প,
বসন্তে কৃষ্ণচূড়া বিছানো পথে হাটার গল্প।


যতবারই আমায় ছেড়ে যেতে চেয়েছ প্রিয়ে....
ততবারই আমি তোমায় নিয়ে যেতে চেয়েছি মরুদ্যানে,
অথবা নেপচুনের নীলরঙা শীতলে।
অজস্র স্বপ্নের ছায়াপথ পাড়ি দিতে চেয়েছি,
একশত সমুদ্র ছাড়িয়ে তেপান্তরে যাওয়ার মানচিত্র এঁকেছি।
অরন্যের নির্জনতায় ঘর বাঁধতে চেয়েছি,
সমুদ্র সৈকতে সুনামি প্রতিরোধী প্রচীর একেঁ দিয়েছি।
প্রজাপতির রঙিন পাখার মতো তোমায় রাঙাতে চেয়েছি,
উড়ন্ত গাংচিলের মতো তোমায় ভাসাতে চেয়েছি।


ভাবনাগুলি আমার বড্ড সেকেলে,
তাই না বলো!!!
হাঁসি পায়, 
কি আছে আমার!!!
কিচ্ছু নেই,
এসব কথা শুধু কবিতায় মানায়।
বাড়ি নেই- গাড়ি নেই,
অর্থ নেই - প্রতিপত্তি নেই।
বাস্তব বাস্তবই হয়,
আধুনিকতার ছোয়ায় প্রেম আজ মিথ্যে হয়।।