দীর্ঘ দু বছর পর,
তুমি যদি চাও আবার ফিরে আসতে।  
তখন আমার কী করা উচিত!!


যত টুকু অল্প মনে হয় তোমার কাছে,
সাতশো চল্লিশ দিন মাত্র।
আমার কাছে তা কিন্তু,
ছত্রিশো গুণ বেশি।
নিশ্চয়ই অঙ্ক করতে পারো!
একবার ক্যালকুলেটর ছাড়া হিসেব করে দেখো তো!
কত বার তোমার কথা ভেবে,
আমি চোখের পলক ফেলতে পারি নি!
ভেবো, যখন তোমার সময় হবে ;
তখনই  ভেবো,
যখন তোমার ভাবার দরকার ;
যখন একান্তে থাকবে কিছুক্ষণ।
আমি আছি,
তবে তোমার অপেক্ষায় না।
তোমার হিসাবে র অপেক্ষায়।।


তোমার ইনস্ট্রা প্রোফাইল ব্লক করে রাখা,
ফেসবুক প্রোফাইল,
অথবা তোমার হোয়াটসঅ্যাপ,
অনলাইন স্ট্যাটাস,
সব কিছু চেক করার সিস্টেমের জন্য,
তোমাকে যদি টাকা দেওয়া হতো;
তুমি বোধহয় বিলিনিয়র হয়ে যেতে।
দুর্ভাগ্য আমার নয়,
তোমার।
কারণ,
মেটা কোম্পানি তোমাদের মতো সুবিধা বাদী প্রেমিকা দের,
কোটি পতি করতে চায় না হয়তো।
অথচ তোমাদের স্ট্যাটাস, কোটি পতিতে ;
তবে টাকায় না পতিতে
বুঝতে পারি নে।
হিসাব নিকাশে আমি চিরকালই বোকা ।


তবে তোমার কয়টা পুরুষে আসক্তি ছিল,
সে হিসাব আমার আজও গোল মেলে হয়।
আমার বিছানায় পড়ে থাকা ক্যালকুলেটর,
বার বার হ্যাং করে যায়।


তুমি হয়তো আমার কথা শুনে হিসাব করতে বসবে।
পাওয়া আর না পাওয়ার হিসাবে,
তোমার সামনে লাভ ক্ষতি ছাড়া,
অন্য কিছু দেখা পাবে না।
আর সেটাই স্বাভাবিক,
দু বছর চার বছর,
এমনকি ; দশ বছর পার হলেও,
তোমার হিসেব মিলবে না।


কারণ  আমি তোমাকে,
যতোটা বেসেছিলাম ভালো,
তার এক অংশও,
বীজ গণিতের ফর্মুলায় ফেলে,
অথবা আর্কিটেকের আর্ট পেপারে,
প্রোজেক্ট করে হয়নি।  


তাই দু বছর পরেও যদি
ফিরে আসার সম্ভাবনা থাকে,
বিন্দু মাত্র।
তোমাকে গ্রহণ করার ক্ষমতা,
আমার আর থাকবে না।
যে অধ্যায় শেষ তুমি সেদিন করেছিলে,
সে অধ্যায়ের ইতি করলাম আজ ।।