যে মন অশান্ত,
ঝড় তার কিই-বা শান্তি দিতে পারে!
যে মন ব্যাকুল,
ঝিরিঝিরি বৃষ্টি তাকে কিই-বা শীতলতা দিতে পারে!
যে মন বিরহ কাতর,
শিশির ভেজা ঘাস তার কিই-বা মোহ দিতে পারে !
মিষ্টি কথায় ভোলে না যে মন,  
মিস্টি মুখের আদলে গলে না যে মন ;
চঞ্চল পায়ের নুপুর তার কিই-বা প্রেরণা দিতে পারে!  

কাশ্মীর থেকে কন্যাকুমারী,
নাঙ্গা থেকে নামচাবারোয়া,    
সীমলা থেকে মানালী,
উটি থেকে পুরীর সৈকত ঘুরে,
আমি বুঝেছি,
সাগর শুধু বেদনার অশ্রু চায়,
পাহাড় চায় পরিশ্রমের ঘাম,
নদী চায় সময়ের স্রোতে বয়ে চলা,
আর তুষার চায় হৃদয়ের উত্তাপ।  
    
সবাই শুধু নিতে চায়,
দিতে চায়না কিছুই।
মন চাই,
দেহ চাই,
সম্পত্তি চাই,
প্রতিপত্তি চাই,
আরো চাই শান্তি।


কিন্তু শান্তি কোথায়!
শান্তি শেষ অস্থি মিশে যাওয়া জলস্রোতে,
শান্তি অসীম মহাশূন্যে,
শান্তি মৃত্যুতে।
শান্তি কেবল শ্মশানে।