আগুণেরও মনে কি ব্যথা, সে পারে না কাউকে ভালবাসতে ,
যাকে তার মন চায় , সে পারে না তার কাছে আসতে ।
যদি সে কারুর কাছে যায় , সে জ্বলে পুড়ে মরে যাবে ,
তার সেই ভালোবাসাকে আগুণ ছাই রূপে পাবে ।
একেলা থাকে নিজ জগতে, একেলাই সে জ্বলে ,
নিজের ব্যথা নিজেই করে সহ্য , কাউকে কিছু না বলে ।
আগুণের একমাত্র বন্ধু জল , তাকে দেয় জ্বালা থেকে মুক্তি ,
কিন্তু তাতে আগুণ নিভে যায় আর হয় না তাদের দোস্তি ।।