আমি থাকতে চাই না নামি দামী বইয়ের সব পাতায় ,
আমি থাকতে চাই না আমার লেখা কবিতার মোটা খাতায় ।
আমি থাকতে চাই না জ্ঞানী গুণী ব্যক্তিদের সব ভাষণে ,
আমি থাকতে চাই না মূর্তি হয়ে সোনার সিংহাসনে ।
অসাধারণ বা মহান হওয়ার আমার ইচ্ছে নাই ,
আমি হলাম সাধারণ এবং আমি সাধারণ-ই থাকতে চাই ।
সাধারণ মানুষের সব সাধারণ অনুভূতি যেন পাই ,
সাধারণ মানুষের হৃদয়ে যেন হয় আমার ঠাঁই ।
আমি থাকতে চাই প্রত্যেকটি সাধারণ মানুষের মনে ,
আমি চাই তারা আমায় গুনুক নিজেদের আপনজনে ।
আমি চাই তারা আমায় রাখুক নিজেদের প্রিয় স্মরণে ,
আমি চাই তারা আমায় রাখুক নিজেদের দৈনন্দিন জীবনে ।
বৃক্ষের সবুজ পাতারাও একদিন যায় ঝরে ,
আমারও যখন সময় হবে , আমিও যাব মরে ।
হয়ে যাব রাতের আকাশের মেঘে ঢাকা কোন তারা ,
কিন্তু আমাকে করো না তোমরা নিজেদের হৃদয় ছাড়া ।
আমাকে শুধু দিয়ো স্থান নিজেদের হৃদয়ের কোনে ,
মরে গেলেও আমাকে তোমরা রেখো নিজেদের মনে ।।