বড়োরা আমাদের কত কি-ই না কয় ,
কিন্তু তার সবকিছু মন থেকে নয় ।
কখনও তারা বলে বুকে শেল বেঁধানো কথা ,
কখনও বা আমাদের মনে দেয় খুব ব্যথা ।
কখনও বকে, কখনও ঝকে , কখনও তারা মারে ,
এবং তারা আমাদের সাথে সবকিছু করতে পারে ।
কারণ তারা আমাদেরকে খুবই ভালোবাসে ,
আমাদের সর্বক্ষেত্রে তারা থাকে আমাদের পাশে ।


তারা আমাদের মাথার ওপর ছাদ হয়ে থাকে ,
সব অশুভ ছায়া থেকে আমাদের বাঁচিয়ে রাখে ।
নিজেরা ক্ষুধার্ত থেকে তারা আমাদের পেট ভরে ,
আমাদের ঘুম পাড়ায় নিজেদের নিদ্রা নষ্ট করে ।
নিজেরা বৃষ্টিতে ভিজে আমাদের মাথায় ছাতা ধরে ,
সাথ দেয় আমাদেরকে রোদ , বৃষ্টি , ঝড়ে ।


তারা আমাদের ভালোবাসে ---- তাই তো তারা রাগে ,
কিন্তু সেই রাগও থাকে সৌভাগ্যদের ভাগে ।
বড়দের ছায়া তো জীবনে সকলেই চায় ,
কিন্তু কিছু সৌভাগ্যরাই সেই আশীর্বাদ পায় ।


বড়োরা রাগে, বড়োরা মারে , বলে তিক্ত ভাষা ,
কিন্তু তাদের মনে রয়েছে অপরিসীম ভালোবাসা ।
তারা আমদের জন্যই বাঁচে , আমাদের জন্যই মরে ,
নিজেদের প্রতিটি নিশ্বাসে আমাদের শুভচিন্তা করে ।
তাই বড়দের রাগ যখনই লাগবে তোমার মনে ,
তাদের ভালোবাসা করো নিজের স্মরণে ।।