আজকে আমি উন্নতির সকল সীমা ছাড়িয়েছি ,
জীবনের সব প্রতিযোগিতায় আমি সবাইকে হারিয়েছি ।
সবাইয়ের থেকে আজকে আমি উঁচু হয়ে দাঁড়িয়েছি ,
সেই সফলতার মাসুলে প্রিয়জনদের হারিয়েছি ।


জেতার আগে আমরা সবাই ছিলাম এক সাথে ,
গ্রীষ্মের ঘেমো রৌদ্র থেকে ঘন বর্ষার রাতে ।
একে অপরের ভাগ্য ছিল একে অপরের হাতে ,
কিন্তু তারা আজকে কেউ নেই আমার সাথে ।


জীবনের লম্বা কঠিন পথকে আমি করেছি মই ,
জীবনের সব প্রতিযোগিতায় আমি হয়েছি জয়ী ।
জয়ী হয়েও তবু আমি খুশী নই কেন ?
মনের কোথাও অসম্পূর্ণতার বাধা রয়েছে যেন ।


আজকে আমি জীবনে অনেক দূরে এগিয়ে গেছি ,
টাকা – পয়সা – সম্মান – ক্ষমতা – সব কিছুই পেয়েছি ।
উন্নতি করে হয়েছি আমি আজকে আকাশ ছোঁয়া ,
কিন্তু চোখ মেললে আজকে দেখি চারিদিকে ধোঁয়া ।


আজকে আমি হারানো প্রিয়জনদের পেতে চাই ,
কিন্তু ধোঁয়ার মধ্যে কাউকে দেখতে নাই পাই ।
নীচে তারা সবাই মিলে এক সাথে আছে ,
কিন্তু উন্নতির শিখরে কেউ নেই আমার কাছে ।
প্রতিযোগিতায় জিতেও যেন জীবনে গেলাম হেরে ,
সফলতা দিয়ে যেন সুখ নিল কেড়ে ।
তাই আজকাল মনকে ব্যথা দেয় কিছু ক্ষোভ ,
জানিনা এ আপশোষ বোধ – নাকি কোন রোগ ।
আজকে জীবন গোপনে আমাকে শুনিয়ে গেল এই ছন্দ ,
একা জেতার থেকে সবাই মিলে হারাতে বেশী আনন্দ ।।