আমি চলে এসেছি এত দূরে ,
যে ফিরে যাওয়া সম্ভব নয় ।
তাও দেখি আমি পেছনে ঘুরে ,
যদি ফিরে যাওয়া সম্ভব হয় ।


আমি থাকতে চাই না নোংরা প্রতিযোগিতার জঙ্গলে ,
আমি থাকতে চাই না হিংসা ও স্বার্থকেন্দ্রিক জঞ্জালে ।
আমি থাকতে চাই না শুধু টাকা- বিনা ভালোবাসার জায়গায় ,
যেখানে শক্তি দিয়ে সত্যকে হত্যা করা হয় ।


আমি থাকতে চাই না ভয়ানক ও গভীর অহংকারে ,
যেখানে সত্যের জ্যোতিকে গ্রাস করেছে মিথ্যার অন্ধকারে ।
আমি থাকতে চাই না এমন জায়গায় যেখানে উন্নতি করতে ,
আমাকে হবে শক্তিশালী ব্যক্তির অন্যায়ের পা ধরতে ।


কি-ই বা আমি চেয়েছিলাম , কি-ই বা আমি পেলাম ,
সুখের স্বর্গে যেতে গিয়ে এক নরকে চলে এলাম ।


আমি যেতে চাই ফিরে ,
যেখানে সময় নদীর তীরে ,
যেখানে ভালোবাসায় ঘিরে ,
রেখেছিল আপনজনের ভিড়ে ।।