নতুন লেখকদের মূল্য হল খুবই অল্প ,
কেউ পড়তে চায় না তাদের কবিতা বা গল্প ।
নতুন প্রতিভার প্রতি কেউ করতে চায় না বিশ্বাস ,
চেনা লোকের লেখা পড়াই হল সবার অভ্যাস ।
লেখার থেকে বেশী জরুরি হল লেখকের নাম ,
সেই নাম অনুযায়ী নির্দিষ্ট হয় বইয়ের দাম ।
বিষয়বস্তুর আগে লোকে লেখকের নাম পড়ে ,
সেই অনুযায়ী তারা সেই বইয়ের বিচার করে ।
বিখ্যাত লেখকদের সব বই ভালো , এটাই সবার ধারণা ,
নতুন লেখকরা তাদের তুলনায় কিছুই লিখতে পারে না ।
বিখ্যাত লেখকদের সাধারণ বইও লোকে যত্নে সাজিয়ে রাখে ,
নতুন লেখকদের ভালো বইও কেবল ঝুল ও ধুলোয় ঢাকে ।।