চুপচাপ থাকি বসে, শীতল চাঁদের তলে ,
অন্ধকার-ই আমার সাথী, চুপচাপ কথা বলে ।
সে অজানা, সে অপরিচিত , সেই আপনজন ,
সেই অজানা, সেই অপরিচিতর-ই সাথ চায় এই মন ।
একাকীত্বই আমার মিত্র, একাকীত্বই আমার সাথী ,
নিজের চিন্তা ভরা ক্লান্ত মাথা তার আঁচলেই রাখি ।
তার না বলা ভাষাই আমি সবচেয়ে সহজে বুঝি ,
তারই বৃহৎ বুকে আমি জীবনের সুখ খুঁজি ।
সে শান্ত, সে স্তব্ধ , তার নেই কোন অহংকার ,
সে হল আমার সাথী, সে হল অন্ধকার ।।


প্রানভরা নিঃশ্বাস ফেলি আমি তারই কোলে ,
তার স্নিগ্ধ ছায়ায় মন বাস্তবের জগতকে ভলে ।
সেই সবসময়ের বন্ধু সর্বদা থাকে আমার পাশে ,
আমার দুঃখে সে কাঁদে , আমার সুখে সে হাসে ।
যখন সবাই আমাকে নিজের থেকে দেয় দূরে সরিয়ে ,
অন্ধকার-ই তখন আমাকে নেয় বুকেতে জড়িয়ে ।
সারা জগত যখন আমাকে তাচ্ছিল্য করে ,
তখন শুধু অন্ধকার-ই আমার হাত ধরে ।
সে কালো, সে গভীর, সে হল ভয়ংকর ,
সে হল আমার সাথী, সে হল অন্ধকার ।।