প্রতিভা তো আছে ভরতি জগত নদীর ভিড়ে ,
কিন্তু শুধু কিছুমাত্রই এসে পৌঁছায় তীরে ।
প্রতিভা আছে গ্রামে , প্রতিভা আছে শহরে ,
কিন্তু শুধু কিছু প্রতিভাই আসে লোকের নজরে ।
বাকিরা থেকে ভিড়ের আড়ালে , বাকিরা থাকে গুপ্ত ,
সময়ের সাথে সাথে তারা সব হয়ে যায় লুপ্ত ।
বনে কত ফুল ফোটে , কেই বা তার খবর রাখে ?
কিছু শুধু ফুটে বেরোয় , বাকিদেরকে জঙ্গলে ঢাকে ।।