ঈশ্বর ও পিতা-মাতার-পর যদি কারুর স্থান হয় ,
তিনি হলেন আমাদের জ্ঞানের প্রদীপ শিক্ষক মহাশয় ।
তিনি আমাদের জীবনে দেখান এগিয়ে যাওয়ার পথ ,
তিনি আমাদের সাহায্য করেন চড়তে উন্নতির রথ ।
তিনি আমাদের থেকে সামান্য গুরুদক্ষিণা নেন ,
যার বিনিময়ে তিনি আমাদের অসামান্য জ্ঞান দেন ।
সেই জ্ঞান যা টাকায় করা যায় না মূল্য ,
তাই সেই জ্ঞানের দায়ক হলেন ঈশ্বরতুল্য ।
জীবনের কঠিন অজানা পথের তিনি পথ নির্দেশক ,
তিনি আমাদের শিক্ষাগুরু , তিনি আমাদের শিক্ষক ।।


তিনি আমাদের ক্লাসেতে বসিয়ে জীবনের ছবি দেখান ,
তিনি আমাদের এগিয়ে যাওয়ার জাদুমন্ত্র শেখান ।
তিনি আমাদের ছোট্ট ছোট্ট ভুলকে ঠিক করেন ,
আমরা যখন পিছিয়ে পড়ি , আমাদের হাত ধরেন ।
কখনও বকেন , কখনও মারেন , কখনও করেন শাসন ,
আমাদের যাতে চড়াতে পারেন উন্নতির সিংহাসন ।
তিনি আমাদেরকে নিজের সন্তানের মত ভালোবাসেন ,
আমাদের দুঃখে কাঁদেন , আমাদের সুখে হাসেন ।
ক্লাসের গণ্ডির মধ্যে তিনি-ই আমাদের একমাত্র রক্ষক ,
আমাদের আদর্শক , আমাদের ভরসা , পথ নির্দেশক শিক্ষক ।।