সবাই অস্থির, সবাই চঞ্চল ,
ব্যস্ত শহর, ব্যস্ত অঞ্চল ।
সবাই দৌড়ায়, সবাই ছোটে ,
অপেক্ষার সময়, নেই মোটে ।
জিজ্ঞাসা করি, কিসের তাড়া ,
নেই উত্তর, নেই সাড়া ।
বুঝি না তাড়াহুড়োর কারণ ,
এটাই এখানকার ধরণ-ধারণ ।


এখানে একে অপরের সাথ কেউ চায় না ,
এখানে একে অপরের সাথে কেউ যায় না ।
এখানে শুধু কাজ, নেই কোন প্রেমের গীত ,
এখানে শুধু লোকে জানে হার ও জিত ।


যায় না কিছু জানা এখানে, যায় না কিছু শেখা ,
যায় না নিজের মন দিয়ে এখানে কবিতা লেখা ।
এখানে আছে টাকা কড়ি পয়সা ও ধন ,
শুধুমাত্র নেই একটা পরিষ্কার মন ।।