সুবিধাকে আমি মনে করেছিলাম উপহার ,
তাই তো তার করিনি আমি সঠিক ব্যবহার ।
ঈশ্বর তো করতে চেয়েছিলেন আমার উপকার ,
কিন্তু না বুঝে আমি করলাম সব ছারখার ।


যখন আমি বুঝলাম, তখন সময় পার ,
অনেক উপায় খুঁজলাম, কিন্তু চারিদিক অন্ধকার ।
আশা – ভরসা – স্বপ্ন – নিদ্রা – সবই আজকে দূরে ,
এখন আর সময় নেই যে দেখব পেছনে ঘুরে ।


ঈশ্বরের প্রতি আমার আজ নেই কোন ক্ষোভ ,
রাগ – দুঃখ – নিরাশা – রূপী কোন অভিযোগ ।
ঈশ্বরের কাছে আমি জীবনে যা কিছু চেয়েছি ,
ঈশ্বরের থেকে তার চেয়ে অনেক বেশী পেয়েছি ।


সঠিক ব্যবহার করিনি ---- সেটা হল আমার দোষ ,
তাই তো আজ সর্বহারা হয়ে করছি আপশোস ।
সেই আপশোসের মধ্যে দিয়ে একটি জ্ঞান শিখলাম ,
যার কথা স্মরণে রেখে দুটি পংতি লিখলাম ।


ঈশ্বর জীবনের সর্বক্ষেত্রে আমাদের হাত ধরে ,
কিন্তু বুদ্ধিমানেরাই তার সঠিক ব্যবহার করে ।।