আমরা সবাই উন্নতির শিখরে চড়তে থাকি ,
তারই মাঝে রয়ে যায় কিছু জরুরি কাজ বাকি ।
বন্ধুদের সাথে সময় কাটানো , বা কালি পুজায় বাজি ফাটানো ,
বা কখনও ঘুরতে যাওয়ায় কোন গ্রামের ছোট মেলায় ।
কাউকে মনের কথা বলা , বা প্রিয়জনদের সাথে চলা ,
কিছুই হয় না এই উন্নতির তাড়াহুড়োর ঠেলায় ।
আমরা সবাই মিথ্যা ভ্রমের পেছনে দৌড়াতে থাকি ,
যার মাসুলে আমরা নিজেদের ইচ্ছাদেরকে ঢাকি ।
দেখতে চায় না আমাদের দৃষ্টি , এই প্রকৃতির সুন্দর সৃষ্টি ,
আমাদের অন্তরের প্রকৃত গুপ্ত সৌন্দর্য ।
খোলা গগনের দিকে দেখা , বা কোন কবিতা লেখা ,
কোন কিছুর জন্যই আমাদের নেই ধৈর্য ।
তাই একটি কথা সর্বদা নিজেদের মনে রেখো ,
উন্নতির মাসুলে কখনও ইচ্ছাদেরকে নাই ঢেকো ।
উন্নতি হল দরকারি , কিন্তু সবকিছু নয় ,
আসল হল হাসি খুশী সুখ সমৃদ্ধ হৃদয় ।।