দূর গগনে জ্বলছে তারা ,
আমার ডাকে দেয় না সাড়া ।
যেন অন্য বসুন্ধরা ,
দূর গগনের বাসিন্দা যারা ।
সেই দূর আকাশের পাড়া ,
যেথায় থাকে বাঁধন ছাড়া ।
দুঃখ কষ্ট সর্বহারা ,
দূর গগনের সেই তারা ।


আমি আমার আঁখি , তাদের প্রতি রাখি ,
প্রকৃতি আর আমি যেন ভাবরসে মাখামাখি ।
তখন মনে ভাবি , একদিন চলে যাবি ,
জগত ছেড়ে হয়ে যাবি আকাশের ঝিলমিলে চাবি ।
অস্তিত্ব নেই আজ পৃথিবীতে যাদের ,
তারার আলোয় আমি খুঁজে পাই তাদের ।
পথ নির্দেশক হল তারা অন্ধকার রাতের ,
জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ জাতের ।।