যে পথ দেখব সে পথে এগিয়ে যাব ,
কোন না কোন পথে উদ্দেশ্য খুঁজে পাব ।
আমি জানি এ কাজ অনেক সময় নেবে ,
কিন্তু সময়-ই আমাকে উদ্দেশ্য খুঁজে দেবে ।


সাথে আছে চাঁদ তারা সাথে রয়েছে জগত সারা ,
খুঁজে পাব উদ্দেশ্যকে তাদের-ই সাহায্যের দ্বারা ।


চলতে চলতে যদি আমি পড়ে যাই ,
সামলানোর জন্য যেন তোমার হাত পাই ।
পথেতে যতই হোক বাধা-বিপত্তি ,
সাথে যদি তুমি তো নেই আপত্তি ।


সাথ যদি তোমার রয় তবে মনে কিসের ভয়
যে পথে এগিয়ে যাব সেই পথেই আমার জয় ।


সব জায়গাতেই আমার সফলতা আছে ,
যদি তোমার সাথ থাকে আমার কাছে ।
তুমি সাথে যদি , তবে সব রাত-ই দিন ,
তোমায় ছাড়া আমার জীবন হল মূল্যহীন ।


পেয়ে তোমার সাথ ধরে তোমার হাত
এগিয়ে চলি যেন জীবনে, হোক দিন বা রাত ।।