যখন কেউ কখা বলে না।
    কেউ সাথে চলে না।
    কেউ হাত ধরে না।
    কেউ সাহায্য করে না।।


তখন একটি কখা রেখো মনে।
একাই চলতে হয় এই জীবনে।।


যখন কেউ নাহি খাকে পাশে।
    কেউ নাহি কাছে আসে।
    সবাই বুকেতে দু:খ ঠাঁসে।
    সবাই তোমার কষ্টে হাসে।।


তখন একটি কথা রেখো স্মরণে।
একাই চলতে হয় এই জীবনে।।


তাই তো আমি বলি , নিজের মুখ খুলি।
কানে নিতে যেও না অন্যের সব বুলি।।
তারা তো বলবেই , তাদের কাজ বলা।
তুমিও থেমো না জীবনের পথ চলা।।


জীবনের রাস্তা খুবই লম্বা , মুশকিলও নাহি কম।
কিন্তু তাও সব বাধাকে করতে হয় অতিক্রম।।
পথ তুমি এগিয়ে যাও পরেরপর পা বাড়িয়ে।
কারুর বাধায় কখনো যেও না তুমি দাঁড়িয়ে।।


তাই একটি কখা রেখো সর্বদা মনের গোপনে।
একাই চলতে হয় এই জীবনে।।


পথ নাহি সোজা , পথ খুবই আঁকা বাঁকা।
নানা বাধা বিপওির চাদর দিয়ে ঢাকা।।
তবু সেই পথ আমাদের উদ্দেশ্যে পৌঁছে দেয়।
শুধু মোদের আত্মবিশ্বাস ও বুদ্ধিমওার পরিচয় নেয়।।


জীবনের পথ ধরে যাও সোজা হেঁটে।
দৈনন্দিন নিয়মিতভাবে যাও তুমি খেটে।।
থেমে যাওয়ার যত বড়ই হোক না কোন কারণ।
পথ চলতে মনকে কখনো করো না গো বারণ।।


তাই একটি কখা যেন সর্বদা তোমার মন মানে।
দাঁড়িয়ে যেতে নেই কখনো এই জীবনে।।


সময় যখন দাঁড়ায় না , আমরা কেন দাঁড়াব।
মাথা নীচু করে দাঁড়িয়ে গিয়ে নিজেদের কেন হারাবো।।
কাউকে যদি নাই বা পাই একাই সত্যের পথ চলব।
কখনও সেথায় বৃষ্টিতে ভিজব বা কখনও রোদে জ্বলব।।


চলার পথে যখন কেউ নেই তোমার কাছে।
মনে রাখবে ভগবান তখন তোমার সাথে আছে।।
আর ভগবান যখন আছেন তখন অন্যের কি দরকার।
তিনি ই তো হলেন সবকিছু , তিনি ই তো মোদের সরকার।।


তাই একটা ই কথা যেন তোমার হৃদয় জানে।
থেমে যেতে নেই কখনো এই জীবনে।।