শক্তিশালী ও দুর্বল --- এই দুই-ই কি মানুষের পরিচয় |
এই দিয়েই কি মানুষের গুণাবলির বিচার হয় ||
শক্তিশালী ব্যক্তি যাই করবে --- তাই হল ঠিক |
দুর্বল ব্যক্তির জন্য ভূল-ই সব দিক ||
যে ওপরে দাঁড়িয়ে আছে --- সেই কি সবচেয়ে বড়ো |
নীচের লোকেরা কি তাকে করবে ধরো ধরো ||
এ তো হল ক্ষতিকারক , এ তো হল রাজতন্ত্র |
এ তো হল গুলামী করার এক কালো জাদুমন্ত্র ||


অন্যায়ের বিরুদ্ধে কেন আমরা বিপ্লব করব না |
ওপরের ব্যক্তিরা ভূল করলে --- তা কেন ধরব না ||
অন্যায়ের বিরুদ্ধে কেন আমরা আওয়াজ তুলব না |
ন্যায়ের আদর্শে কেন আমরা মুখ খুলব না ||
অন্যায়ের বিরুদ্ধে কেন আমরা চুপ করে থাকব |
ভয় পেয়ে কেন মুখে কুলু এঁটে রাখব ||
অসত্যের অন্ধকারে কেন আমরা থাকব মুখ ঢুকিয়ে |
সত্যের উজ্জ্বল জ্যোতি থেকে কেন থাকব মুখ লুকিয়ে ||


সফল আমি তখন-ই হব যদি আমি সত্যের পথ হাঁটি |
তখন-ই হব যখন আমি থাকব নিজের বিবেকের কাছে খাঁটি ||
অন্যায় ও নিষ্পেষণ হোক না গে যত |
ভূলের কাছে যেন কখনও করি না মাথা নত ||
যে কট দিন আমি শ্বাস নিতে পারি |
সেই কটা দিনের মধ্যে যেন ন্যায়ের পথ নাহি ছাড়ি ||
সত্যের পথ চলা কঠিণ --- সেটা সম্ভবত ঠিক |
কিন্তু সেই পথ চলতে পারলে সাফল্য নিশ্চিত ||