একটা গান লিখে দাওনা আমায় ,,, তোমার সুরে ,,,, আমি গাইবো গুনগুন করে—
নীরব অন্তরে, রফি সাহেবের সেই গানের মতোই লিখে দাওনা আমায় ,,,,
পাখিটার বুকে তুমি তির বিঁধনা ,,, ওকে গাইতে দাও ,,,,
ওর কন্ঠ থেকে সুর কেড়ে নিওনা ,,,,  বা এমন কিছু ,,,,
বেশী আবেগী হওনা আবার ,,,,
বেদনার নয়নজলে ভাসিওনা আর, তুমি লিখতে বসলেই তো মেঘের আঁধার,,,,
এখন কাঁদতে পারিনা আর প্রাণ খুলে, ভুলে গেছি রবীন্দ্রসঙ্গীতে,,,,
ওডিশী নৃত্যের তালে, একটা সময় ছিল খুব গুছিয়ে কাঁদতাম ,,,
নির্জন দুপুরে – সময় মিলিয়ে,,, দুচোখ ভ’রে, ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে,,,
চুল আঁচড়াতে আঁচড়াতে,,, দু’গাল ভরে যেত অশ্রুজলে,,,
প্রথম প্রেমের স্পর্শে শিহরিত অনুভূতি – দোলে দোলে ,,,
মনে পড়ে স্মৃতি,
ঠাম্মার নিত্য পূজার শঙ্খধ্বনি,,, দেওয়ালে মা’র ছবিতে সাজানো –
রজনীগন্ধার মালা ,,, হৃদয় ভরা প্রেমে প্রেমে উতলা,,,,
একাকার হয়ে যেত,,, এক মরমী অনুভূতি নিয়ে,,,
আজ আর নেই সেই সূর্য্যোদয়,,,, স্মৃতির দুপুর,,,, আছি শুধু ঠিকানা বিহীন আমি ,,,,
একটা গান লিখে দাওনা আমায়,,, গাইবো তোমার কথায়,,, তোমার সুরে,,,
নীরবেই শুধু অন্তরে,,, অন্তরে,,,,