অবশেষে দিন শেষে রাত্রি আসে,,
হিসাবের মিলে – গরমিলে ,, ক্লান্ত দেহে –
কত কথা দোলা দেয় মনে,,, নীরব গোপনে,,,
তাকিয়ে থাকি, খোলা বাতায়নে, আপন মনে,,,
খণ্ড মেঘে ঢাকা কালো আঁধারের আকাশে,,,
তুমিহীন জীবনে, খুঁজে বেড়াই সেই তারকাটি,,,
হাসতে হাসতে তুমি যাকে শুকতারা বলতে,,,
স্বপ্নের নীড় বেঁধে , হাতে হাত রেখে,,,
হাওয়ায় হাওয়ায় ভেসে ঘুরতে,,,
তাই দিনশেষে ক্লান্তির রেশে – আজও তুমি ভাবনায়,,,
বন্ধ দুয়ারের – খোলা জানালায় ,, নিভৃতে আজও ভাবি তাই, কে তুমি, কেন তুমি এসেছিলে –
ক্ষণিকের তরে,, কোথায় হারিয়ে গেলে,,, খণ্ডিত অন্তরে...!!