ওপারের ডাকে,, আমার মরণ যাত্রায়, একটা গান শোনাবে কি তুমি,,,
বলোনা সঙ্গীতা,,,তুমি গাইবে কি শুধু একটি গান,,,,তোমার সুরে আমার অন্তরে,,
আমি লিখে দেবো – তোমায় সে গান, হৃদয় উজাড় করে,,,
তুমি শুধু গাইবে – তোমার কন্ঠ ভ’রে,,
না না, তোমার মঞ্চ কাঁপানো মাইক্রোফোনের ঝঙ্কারে নয়,,,তুমি গাইবে – আহিস্তা আহিস্তা,,, আমার যাত্রাপথে, গুণগুণ করে ,,
আমি নিয়ে যাবো সে গান তারার দেশে,,,
নীল আকাশের শুকতারা ,, যেখানে আলো দেয় ভালোবেসে...
তোমার সুর লহরীর সমুদ্র তরঙ্গে,,, কতবার ভেসে গেছি আমি,,,
নাইবা বললাম আজ আর জীবন সায়াহ্নে,,,,
কতো গান শুনেছি এ জীবনে , ঈশ্বরদত্ত তোমার মায়াবী কন্ঠে,,,
কি যে সুরের জাদু,,, কি যে সেই মোহময়ী আকর্ষণ, বিমোহিত হয়ে গেছি,, কবিমনে,,, সুর-মন্ত্রে,
জীবনের কতোকিছু হয়না বলা,,, যায়না পাওয়া, সে এক নীরব অধ্যায়,,,
ছিন্ন হৃদয়,,, নয়ন বারিতে ধুয়ে মুছে যায়,,, অসহায়,,, শূন্যতায়,,,
তা নিয়েই লিখে দেবো,,, যাবার বেলার গান,,,
সূর্য্যাস্তের সমুদ্র চুম্বনে, হবে যার অবসান,,,,
সঙ্গীতা, বলোনা আমায়,,, তুমি কি গাইবে,,, আমার জন্যে,,
শুধু একটু খানি সময় নিয়ে,,, শুধু একটি গান.........
আমি নিয়ে যাবো সে গান,,,, নীল আকাশে তারার দেশে,
অশ্রুতে অশ্রুতে – ভালোবেসে শুধু ভালোবেসে ......