আষাঢ়ে গল্প শুনেছি অনেক, হয়তোবা স্রোতের ধারা এভাবেই থাকবে অব্যাহত ,,,
পুরুষ তুমি, ইউ জাস্ট লিশন টু মি ফার্স্ট,, স্টপ হিয়ার, একপেশে তোমায় লিখতে দেবোনা আর প্রতিনিয়ত,,,
এটা তোমার সাথে আমার সন্মুখ সমর নয়,,, দেবী দূর্গার বিসর্জনের পর, শান্তি বারি নিয়ে –
একাদশী আমি,, তোমায় থামাতে এসেছি কবিবর !!
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া, এক অশ্রুলেখা – অহল্যার কন্ঠস্বর, তুমি কি শুনতে পাচ্ছ –
কবিবর, বাকরুদ্ধ আমি নারী তাই, হারিয়ে ফেলেছি তোমাদের মতো উচ্চ-স্বর ,,,
আমায় জবাব দাও,,, পুরুষ লেখনীর –পুরুষ্টকাব্যে,, যুগ যুগ ধরে, একপেশে –
লেখায় , কৃত্রিম কান্নার ছোঁয়ায় , আর কত শ্রীবৃদ্ধি ঘটাবে পাঠক সংখ্যায়... !!
‘অনবদ্য’ ‘অসাধারণ’ ‘ভাষাহীন’ ‘এক্সেলেন্ট’ শুনে আর কত কলম শানাবে –
আবেগে ,,, অবলীলায় ,,,
স্মৃতির বেদনা ধরে, কালবৈশাখীর ঝড় তুলে অহরহ ছিন্ন-ভিন্ন করছো –
আমার অন্তর ,,, কখনও কি ভেবেছো , নারীর যৌবন এখনও চার দেওয়ালের-
চৌকাঠে বাঁধা ,, পুরুষ শাসিত রক্তচক্ষের ফেলে দেওয়া কাঁকর,,
যেখানে ভালোবাসা মার খায় ,,, শ্বাসে-নিঃশ্বাসে ,,, পুরুষ-দর্পে – অভিলাষে ,,,
নীরব কান্নায় ,,, মায়ের আঁচলে, ক্ষত-বিক্ষত হয় অন্তর...!!
আসলে সৃষ্টি নয়, তোমরাই স্বার্থপর,, ভালোবাসতে চেয়েছিলে ,,,
দিয়েছি দু’হাত বাড়িয়ে , ভালোবাসা চেয়েছিলে ,, দিয়েছি হৃদয় উজাড় করে,,
শুধু তোমার শর্ত রাখতে পারিনি, পালিয়ে যাবার শর্ত ,,
রাতের নীরব অন্ধকারে ,,, বাবার স্বপ্ন চুরমার করে...!!
তাই চরম শাস্তি আমার প্রেমের, ডাস্টবিনে ফেলে চলে গেলে – রণহুঙ্কারে...!!
ঠিক এভাবেই যদি তোমার আদরের বোনটাও পালিয়ে যেতো কারও হাত ধরে ,,
মেনে নিতো কি তোমার সমাজ,,, তোমার অন্তর,,,!!
চুপ কেন ?? কথা বলো – “তাৎক্ষণিক প্রেমের ঈশ্বর”...!!
“ভালোবাসা” “আই লাভ ইউ”...!! তুমি রেগে যাচ্ছো না তো আমার ওপর...!!
আসল কথাটা বলতে হল আজ, বিবেকের যন্ত্রণায়,, এবার লিখতে শেখো,,,
প্রেম নিয়ে আর একপেশে হাহাকার নয়,,, ফুল, মন্ত্র আর উলুধ্বনি,,,
যেমন চাই-ই মায়ের পূজায় ,,, নারীর প্রেমও পূর্ণতা পাবে,,,
যেদিন কথা হবে হৃদয়ে-হৃদয়ে ,,, হবে পুরুষের বিবেকের বোধোদয় ,,,