কতক্ষন দাঁড়িয়ে আছি, দখিনের খোলা জানালায়
এই সন্ধ্যায়, বৃষ্টির মুষল ধারায় ,
আঁধার রাতের কালো বিভীষিকায় ,
মাঝে মাঝে যেখানে , অহরহ বিদ্যুৎ চমকায়,
রঙ বদলায়, দিন পাল্টায় ...


আমার না বলা কথার মালা গেঁথে রেখেছি
হৃদয় মাঝে, তোমার প্রত্যাশার ডালি
তোমায় ফিরিয়ে দেব বলে,
বলবে কি, কি করে ভুলবো তোমায়, বলো কি করে ভুলি ...!!


আজও তাই এই শ্রাবণী সন্ধ্যায়, দুলছে হৃদয়,
তোমার প্রতিশ্রুতির বন্যায়,
আজও ভাবি, এতো নিঠুর তুমি হলে কি করে ?
কেন এসেছিলে আমার জীবনে...এই পাথুরে অন্তরে...!!
হয়তোবা আমার মতই আরও কত ছিন্ন হৃদয়...
ভাসিয়েছো তুমি , সাগর গভীরে...


জানিনা এতোটা নির্দয় খেয়ালী, এতোটা বীভৎস...
কেন তুমি ? কে তুমি ? হলে কি করে ??
আজও এই ঘন বরষায়... বারবার হৃদয় চমকায়...
বজ্র হুঙ্কারে...!! মেঘ কালো আকাশে –
খুঁজছি তোমায় তাই, এই নীরব অন্ধকারে...।।