অমর শহীদের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী...
ঈশান বাংলার “আমি সৌরাজ” আজ কৃতজ্ঞতায় স্মরি...
বাংলা আমার মায়ের ভাষা, বাংলায় তাই বলি,
একুশে- ঊনিশের বীর শহীদেরা লহ শ্রদ্ধাজ্ঞলি ...
রফিক, জব্বর, সালাম, সফিউর, বরকত...
সুর ছিল এক, চাই বাংলায় শপথ...
ভাষার প্রশ্নে ছিলে সহমত...
দিয়ে গেলে প্রাণ, জেতালে মায়ের সম্মান...
পাক পুলিশের গুলি , ছিনিয়ে নিতে পারেনি, তোমাদের মায়ের শেখানো বুলি...
ঢাকার রাজপথে তাই সেদিন বয়ে গেলো রক্ত-গঙ্গার হোলি...
তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেলো ২০-২৫ এর অগ্নি কন্যারা,
দামাল দুর্বার... সোফিয়া, সুফিয়া, হালিমা, ফজিলা, মমতাজ, রানি আর রোশনারা,
ভাষার প্রশ্নে সবাই, বইয়ে দিলে রক্তের ধারা...
একুশের ডাকে তাই, দিয়ে গেলে জীবনের কুরবানি,
জিন্নার জালিয়াতি , কিম্বা চালিহার চালে হয়নি ছিন্ন ,
আমাদের মায়ের কন্ঠের সুমধুর ধ্বনি...।
বিশ্ববঙ্গে দিয়ে গেলে পরোয়ানা,
কবিগুরু রবীন্দ্রনাথ আর বিদ্রোহী কবি কাজী নজরুলের বাংলাই হবে সাহিত্য সমৃদ্ধির শেষ ঠিকানা...
মুছে দিয়ে গেলে , মায়ের অশ্রু, মায়ের বুকের ব্যথা...
ওগো বীর শহীদেরা, আজ ঈশান বাংলার মুক্ত মঞ্চে, লহ প্রণাম আমার...
গরবে হৃদয় ভরি,
যুগ যুগ জিও তোমরা সবাই,
বিশ্ব বঙ্গ জুড়ি ।