না না , আমি আর পারলাম না ,,, হার মানলাম তোমার প্রেমে (!),,,
তাই বলছি তোমায় ,,, একটা ছোট্ট শব্দ ,,, "বিদায়" ......
তিনটি অক্ষর মাত্র , "বি" "দা" "য়" ,, / শেষ করে দিক এমন -  
দিবা স্বপ্নের ফল , / আশা - ভালবাসা - হৃদয় বন্ধন ,,,
জানতাম না সব স্বপ্ন হয় না সফল , / কিছু স্বপ্নে
ভেঙ্গে যায় হৃদয় , বিক্ষত হৃদয়ে আসে আতঙ্কের ভয় ,,,
থেমে যায় সবাক কন্ঠ ,,, আহত হৃদয় ,,
জানতাম শুধু , এ , আমার  স্বপ্ন পূরণের গান ,,,,,
যেমনটা হাসতে তুমি , নয়নে নয়নে কথা বলে ,,,
সকাল সন্ধ্যা গড়িয়ে , সেই মায়াবী কথার ছলে ,,,
বলতে আমায় , এসোনা , তুমি পাশে কেন বসোনা !
যেমনটা তুমি না !! ভাবতাম , এ তোমার হৃদয় বন্দনা ,,,
জানতাম না , তুমি এক পরিযায়ী পাখি ,,, স্বপ্নের জাল বোনো শুধু ,,,
ক্ষনিকের অতিথি , তাই বলছি তোমায় , একটা ছোট্ট "বিদায়".....
বড় দেরী হয়ে গেল , এবার অবশিষ্ট  হৃদয় নিয়ে ,,
হারিয়ে যাব আমি নীল সাগরের মোহনায় ....
বলব তোমায় , "বি-দা-য়" ,,,,
সাগরে ভাসবে প্রতিধ্বনি .... বি--দা--য় ....বি--দা--য়......