এই ধরিত্রীর বুকেতে,
আবারও আসিব ফিরে-
মানুষ'ই হয়ে।


এখন বিদায়ের পালা,
নবজন্মের শিশুরা প্রতীক্ষারত-
আসবে তারা।


আমি এখন যাব,
দূর বহুদূর নক্ষত্রদের দেশে।
থাকবো তারা হয়ে,
রোজই জ্বলে উঠবো-
বাকি তারাদের মাঝে উজ্জ্বল হয়ে।


আমি আবারও আসিব ফিরে,
বাকি তারাদের থেকে দূরে সরে।
নব জন্ম হবে আমার
হবে আবার একই ধারায় মৃত্যু।


মনুষ্য জাতি অবিনশ্বর-
ভাঙ্গা গড়ার মাঝে থেকে যাবে,
মোদের স্মৃতি চিরভাস্বর।


তাইতো আবার আসিব ফিরে,
এই সুন্দর ধরিত্রীর বুকেতেই বারে বারে।