ওঠো!জাগো,যুগের তরুণ প্রাণ
আঁধার নেমেছে এ জগতে।
শিক্ষিত মহারথীদের হৃদয়ে আজ হাহাকার,
ন্যায্য চাকরির ক্ষুধায় তারা আজ দিশেহারা
পথেই কাটছে তাদের প্রহর।
আবার মাঝে মাঝে তাদের উপর ধেয়ে আসে
অত্যাচারের মহাপ্রলয়।
কখনো তা পরিণত হয় কারো'র মৃত্যুতে!
জ্ঞানের জগতে দুর্ভিক্ষ নেমেছে…
সবই বিকিয়ে যাচ্ছে সুদূর মহাশূন্যে।
সুখের বাতি নিভে যাচ্ছে দুঃস্বপ্নের দেশে!
আজ তারা আর কেউ স্বপ্ন দেখে না,
দেশবাসী আর রবি ঠাকুরের কবিতা পড়ে না!
নজরুলের বিদ্রোহ তাদের মনে জাগে না!
সবাই আজ নিজ স্বার্থে মগ্ন রয়েছে…
তাইতো আঁধার নেমেছে জগতে।