আমি ডাকি,তুমিও ডাকো,
সবাই মিলে ডাকো একে অন্যকে,
সকলে মিলে সাজিয়ে তুলবো মিলনের সমাবেশ
সব প্রাক্তনী ও বর্তমান মিলে।


চারদিক যখন আজ স্তব্ধ,ছায়াসুনিবিড়,
তারই মাঝে গড়ে উঠেছে গাঙ্গুরিয়ায়
আলোকময় মায়ের এক স্বর্গধাম।


হেথা হইতে অবিরত ফুটছে জ্ঞানের ফুল,
সর্বত্রই ছড়িয়েছে গাঙ্গুরিয়ার কূল।


গাঙ্গুরিয়ার আকাশে বাতাসে
ধ্বনিয়াছে এক বাণী…
মোদের প্রভু তুমি স্বামী গিরিজাত্মানন্দ,
সকলে মোরা মানি।


জাগো! সকলে মিলে সকলকে জাগাও,
শিক্ষা ও আধ্যাত্মিকতায় মোড়া এই জগতে
গাঙ্গুরিয়ায় আলো ছড়িয়ে দাও…
সকলে সর্বত্র।