আমি এক হতভাগা ছাত্র
জ্ঞান আরোহন মোর অদম্য ইচ্ছা।


সবই ব্যাঘাত ঘটছে অন্ধ যুগের হাওয়ায়-
জ্ঞান বিকিয়ে যাচ্ছে রসিকতায়।


প্রলোভিত হচ্ছে শিক্ষেয় হৃদয়-আত্মা,
ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে যুগের শিশুগণ।


ওহে! অন্ধ মানব জাতিগণ,উদ্ভাসিত করো…
তব বিবেক,তব আত্মা,


জ্বালিয়ে তোলো সর্ব হৃদয়ের জ্যোতি-
নিভে যাচ্ছে শিক্ষার বাতি।


চারিদিকে আজ অন্ধকার,
শিক্ষা ছাড়া আজ ডুবতে বসেছে জাতির বাহার।