আমি এক ক্ষুধার্ত শিশু!
রাস্তার অলিতে গলিতে ঘুরে বেড়াই
নিজের বলতে শুধু প্রাণটুকু।


জানি না কোথায় আমার আপনজন
তাই নিঃসঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছি
আপনজনের খোঁজে,
ছন্নছাড়া ক্ষুদার্থের বেশে।


আমারও চোখের ভাষা আছে
দু চোখে অনেক স্বপ্ন আছে।
কারোর'ই কী চোখে পড়ি না
আমি এক নিঃসঙ্গ ক্ষুধার্ত শিশু!


আমি নিষ্পাপ শিশু
আমার হৃদয় এখনো বিকশিত হয়নি,
আমার চোখের ভাষায় লুকিয়ে আছে
অত্যাচারিত সমাজের অজস্র অভিযোগ।


এ সমাজের বক্ষে আমি আজ অবহেলিত
এ যেন আবহমান কাল ধরে চলে আসা
স্রষ্টার সৃষ্টি লীলার বিচিত্র সমাহার।


মৃত্যুর নিকট দাঁড়িয়ে থাকার চেয়ে
মরে যাওয়াই ভালো।
নতুবা জীবনের হাহাকার একটাই
স্বাধীনতা কোথায়?
এখনো তো আমার কাছে এসে পৌছায়নি!