আজকাল
কত রক্ত ঝরছে-
শত মৃত্যু হচ্ছে,
কারোর'ই কী চোখে পড়ে না!
অন্ধের মুখোশ পড়ে বসে আছে,
সমাজমধ্যস্থ মানবতার পূজারিগণ।
সততা আজ বিকাচ্ছে,
জীবন ও অর্থের বিনিময়ে।
হতাশা একটাই-
জ্ঞান আজ পুঞ্জীভূত,
কালো পর্দার আড়ালে।
সময় যতই এগোচ্ছে,
যুগ ততই বদলাচ্ছে-
অন্ধকারও ঘনিয়ে আসছে।