সৎসঙ্গের এই মন্দির প্রাঙ্গনে
হইলো যে পূজার আয়োজন,
সাজানো হয়েছে ভোগ,মন্ডপ প্রাঙ্গনে
মোর অশেষ আশা ছিল
আসিবে তুমি সবার সম্মুখে-
লাল পাড়ের শাড়ি পড়ে।
পাঞ্জাবি পড়ে দাঁড়িয়ে রইবো আমি,
পুষ্পাঞ্জলীর ভোগ সাজিয়ে হাতে।


এই শারদীয়ার প্রভাতে উদিত হইবে
এক নতুন সূর্যোদয়,মুছে যাবে সর্ব হৃদয়ের গ্লানি!
ঘুচে যাবে দুঃখ মায়ের চরণে এসে।
আমিও ঘুচাতে চাই জীবনের আঁধার…
স্নিগ্ধ প্রভাতে চাই তোমার পরশ ও কোমল হাসি।
আজও এই মন্ডপ প্রাঙ্গণে তোমার আশায় আসি
মোর এই প্রত্যাশা রবে চিরকাল!
মায়ের চরণে যেন মোরা থাকি অনন্তকাল।