মম অন্তর আজ ভরিয়াছে,
দুঃখের অতল সাগরে।
তবুও মিথ্যা হাসিতে করি,
আজও জীবনযাপন।


বিকশিত হোক,মোর অন্তরব্যথা-
কবিতার পলে পলে।
যদি ঠাঁই পায় মানবমনে,
তবে মৃতপ্রায় জীবন...
আবারও উঠবে জেগে,
অনবদ্য ট্রাজেডি রূপে।


মম অন্তর..
আজও সুখের খোঁজে,
বুনে চলেছে শব্দের মালা!
এই জীর্ণদেহ শীঘ্রই চায় মুক্তি-
মম অন্তরের এই শেষ মিনতি।