শোনো হে,আজকের যুবসমাজ-
তরুণ-তরুণীর দল!
ধিক্কার জানাই তোমাদের-
তোমরা পাপিষ্ঠ হয়ে উঠছো...
সভ্যতার-সংস্কৃতির কথা ভুলে গিয়ে,
অসময়ে সংসার পেতে নিচ্ছো!
সব সুখ একদিন ঘুচে যাবে-
দুঃখের অতলে পরে।
বয়সকে ছাপিয়ে তোমরা হয়ে উঠছো-
এক একজন বিজ্ঞ মানব-মানবীর দল।
সমাজে শিক্ষাকে তোমরা গুরুত্বহীন করে তুলছ,
প্রেমের জোয়ারে ভেসে।
গড়ে তুলছো অসময়ে নব সংসার।
সামাজিক রীতিতে নাই বা হলে আবদ্ধ-
তবুও তোমরা ক্ষমাহীন,নির্বোধ!
তোমাদের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে-
সারা বিশ্বজুড়ে....
ভাবি প্রজন্ম হচ্ছে পথভ্রষ্ট,প্রেমে নষ্ট,
ফলে হচ্ছে তাদের শিক্ষাও নষ্ট।
প্রেম-ভালবাসা নয় মন্দ,
তবুও সমাজে এতে হয়-
জাতির মধ্যে কতই না দ্বন্দ্ব!
প্রেম এক অনুভূতি,আধ্যাত্মিক-হৃদয়ের বন্ধন,
তবুও এতে হয় বহু হৃদয়ের ক্রন্দন।
শোনো হে,যুগের অলি অলিগণ...
তোমরা ভালোবেসো ঠিকই,
কিন্তু যুগের হাওয়ায় তাল মিলিয়ে-
করো না কভু অসময়ে সংসারে গমন।।