হঠাৎ করে মনে পড়ল আমার
আজকে তোমার জন্মদিন!
দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেছো তুমি।
মুখের সেই হাসিটা আজও আছে,সেই ম্লানতাও!
আমি ভুলিনি তোমার সেই অগ্নিদগ্ধ আঁখির তেজ
যদিও বেড়েছে তোমার আমার দূরত্বের রেশ।
রূপের সৌন্দর্য সে'তো বরাবরই ছিল,আছে,থাকবে অন্তরভেদি হৃদয়ের "ভালোবাসি" কথাটা কখনো
মুখ ফুটে বলোনি আমাকে-
জানি না কভু তুমি বলবে কি না আমাকে।
তবে অমোঘ সত্যি এই আমার কবিতার সৃষ্টি তুমি অবিনশ্বর।


আজ কৈশোর পেরিয়ে যৌবনের পথে পা দিলে
এখন তুমি এক শক্তিশালী,স্বনির্ভরশীল নারী।
হাজারো সুখের মাঝে দুঃখ আসবে বারংবার
এ নিয়তির এক মায়াজাল।
ভালোবাসাও আঘাত আনে কঠিন সময়ে-
জেনে রেখো আঠারো বছরের যুবতী!
আমি জানি তুমি এক স্বয়ংসম্পূর্ণ নারী।
তুমিই পারবে এ জগতের মাঝে থাকা আঁধার
ঘুচিয়ে জ্ঞানের আলো জ্বালতে।