আঠারো'টা বসন্ত পেরিয়ে এলাম,
নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে।
সহস্র দুঃখ,কষ্ট,বেদনায়-
চুপি চুপি সুখ শয়ে যাচ্ছি অবিরাম।
সুখের আয়ুষ্কাল বড্ড কম!
জীবনের বসন্ত গুলো একে একে
ছাপ ফেলে যাচ্ছে ধূসর অতীতের দিকে।


জীবনে যা পেয়েছি যা কিছু হারিয়েছি-
সবই নিয়েছি মেনে
অবশেষে ক্লান্ত,ঝরে পড়েছে প্রনয়!
হৃদয় বিষাদের পরেও নতজানু হইনি-
রয়েছি পথহারা উদাস পথিক হয়ে।
যদি ভাবো মোরে জীবন্ত প্রেমিক-
আমি কিন্তু তা নই!


সহস্র শতাব্দীর পরেও
যদি জন্ম নেই,তবে গাইবো প্রেমের গান।
এখন আমি শুধু গাইবো বিপ্লবের গান…
আঠারোর শেষে না হয়
উনিশে করবো জীবনের ত্রাণ!