জীবনের স্টেজে দাঁড়িয়ে,
যখন নিজেকে দেখি...
বড় অসহায় মনে হয়।


স্তম্ভিত হই মঞ্চে দাঁড়িয়ে;
যদি জীবন একটা অভিনয় হয়,
তবে আমি নিজেকে...
কখনো অভিনেতা ভাবতে পারিনি।


ক্ষুদ্র দীপ শিখার ন্যায়,
মাঝে মাঝে জ্বলে উঠি ঠিকই!
কিন্তু প্রলয়ের বিদ্রুপে-
নিভে যেতে হয় বারংবার।


আবারো যদি আসে সুযোগ,
তবে আমার ভূমিকা হবে দিলদারের!
মাতিয়ে রাখবো মঞ্চ-
অভিনয়ে হাস্যরসিক চরিত্রে..
কোনরকম অবকাশে ছাড়াই।