কোন বিদ্রোহীর ভূমিকায়-
আমি আর্তনাদ করব?
এ জাতি,এ সমাজের.…
ধিক্কারের বিচার চেয়ে!


যেথায় মূর্খের মুখোশ পরে,
বসে আছে শিক্ষিত জনগণ।
যেথায় শিক্ষায় ধরেছে মরচে...
যার প্রতিস্থাপন রইবে প্রায় অসম্পূর্ণ হয়ে।


আমি সহজে বিদ্রোহী হয়ে উঠি না-
অন্যায় না দেখে!
কিন্তু যারা স্বর্গ সুখের স্বপ্ন দেখে,
তারা কি পৌঁছাবে-
এ জাতির বেহাল দুর্দশা দেখে।
কে'ই বা তাদের পথ দেখাবে
অন্ধ সমাজে বিদ্রোহী হয়ে।


চলো সবাই মোরা বিদ্রোহ করি-
জাগিয়ে তুলি নব প্রাণ।
জ্বালিয়ে তুলি ভাবি শিক্ষার আঁচ.…
সমাজের সর্বকোণে ভবিষ্যদক্তা হয়ে।