হঠাৎ সেদিন বিকেলবেলা,
জীবন হয়েছিল ধন্য।
হৃদয়ে জেগেছিল নব প্রেম-
শুধু তারই জন্য।


সৌন্দর্যের আগন্তুক পরী সে...
নিষ্পাপিত হৃদয়,মনন ভরা!
আমার একটু পাশেই ছিল তার বাড়ি,
বলেছিল তার হাত কোনদিন নাহি যেন ছাড়ি।


ভালো ছিল সবই...
ভেবেছিলাম সবে মোরা শৈশবের অলি,
যুগের হাওয়ায় তাল মিলিয়ে-
নাহি যেন সবে মোরাও ভাসি।