সকাল গড়িয়ে সন্ধ্যা হল
এখনো চোখে ভাসছে,
দশভূজা দেবী দুর্গা মায়ের মূর্তি-
মন্দিরে মন্দিরে।
মা মানব হৃদয়ে আনন্দ উজার করে,
পাড়ি দিয়েছে আপন ঘরে।
বিসর্জনের বাজনা এখনো বেজেই চলেছে,
রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে
আবিরের দাগ…
মন্দিরে মন্দিরে পড়ে রয়েছে মায়ের পায়ের ছাপ।
মন্দিরের রাঙা টুকটুকে সিঁদুর,
চারিদিকের আবেগময় গুঞ্জন!
একাধারে মাইকের আওয়াজে
মেতে উঠেছে শহর থেকে পল্লী সর্বত্রই।
আজ দশমীর শেষে আবারো নতুন করে,
বেজে উঠেছে মায়ের আগমন বার্তা
বিসর্জনের ঘন্টায়।