দুটি হৃদয় মিলেছিল যে অন্তঃস্থলে
আজ তারা হয়েছে বিভাজন।
গভীরভাবে ক্ষত যে দু'টি আত্মা,
আজ তারা হারিয়েছে তাদের নিজস্ব সত্তা।
মূর্ছা যাইতেছে তাদের সকল অনুভূতি,
নিয়তি আবার করছে তাদের ভালোবাসার মিনতি।
যে হৃদয়-বৃন্ত দুটি আজ হয়েছে বিভাজন-
কালের নিয়মে প্রতিস্থাপিত হবে নতুন আয়োজনে।
হৃদয়পুরে আজ যারা বিমোহ,অবসন্ন-
সময়ের স্রোতে ভাঙবে তাদের মোহদৃষ্টি।
আবারো তাদের হৃদয়ে হবে ভালোবাসার সঞ্চার,
সমস্ত বাঁধন ভেঙ্গে করবে আনন্দে ভালোবাসার জয়োচ্ছাস।