নিঃসঙ্গতার একাকিত্বে চারদেয়ালে-
বদ্ধ আজ এই লেখনীর ধারা।
উড়ে বেড়ায় এই মন ছন্নছাড়ার ছদ্দবেশে,
শুধু কবিতার ভাষা খোঁজার জন্য।


জ্বলে পুড়ে খাক হয়ে যায়,
লেখনি মানুষটির কবিতত্ত্ব,অন্তহীন ভাষা।
শুধু রয়ে যায় সেই স্পন্দন'রত-
টগবগ করে ফুটতে থাকা রক্তের ধারা।


ইটের পাঁজরে গেঁথে যায় স্মৃতিখানি...
যার কারনে আজও লেখা প্রবাহমান।
মৃত্যুহীন যন্ত্রণা কাতর নিঃসঙ্গতার জীবনে,
আজও বুনে চলেছি বিষাদ শব্দের মালা।