তোমারে তো চেয়েছিনু জীবনে
প্রত্যেক ক্ষণে ক্ষণে।
তাইতো তুমি সঁপেছো মোরে-
বিরহের বাহুডোরে।
তাতেই হয়েছি আমি এক বহুরূপী,
পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াই সত্যের খোঁজে…
কখনো আমি হই সত্যদ্রষ্টা প্রেমিক,
কখনো বা ডুবে থাকি বিরহের যন্ত্রণায়!
কখনো আবার প্রতিবাদী হয়ে উঠি-
কখনো বা চমকে উঠি মৃত্যুর ভয়ে।
কখনো বা খুঁজতে থাকি…
সমাজের উঁচু-নিচুর বিভেদ।
জীবনের মাঝে জীবন খুঁজতে গিয়ে,
আমি রয়েছি পড়ে বৃথাই।
মোদের জীবনের প্রেম খুঁজতে গিয়ে,
হারিয়ে ফেলেছি সব শৈশবের স্মৃতি।
নিঃসঙ্গ জীবনে ছন্নছাড়ার ছদ্মবেশে…
এখন আমি এক উদাস পথিক।