তোমার চরণে আশ্রিত
শতদল ভ্রান্ত জাতি,
মিথ্যা বাক্য সঁপেছিল...
তোমার বুকের উপর দাঁড়িয়ে।


ওগো মা,তুমি ওদের ক্ষমা করো,
ওরা নির্বোধ,ওরা লোভী...
ওরা স্বার্থপর,কিন্তু পাপী তো নয়।


ওদের জীবনে আজ কত আনন্দ-
কত উৎফুল্ল,কত আবেগ,
এখন শুধু ওরা আপনজনের সঙ্গে ব্যস্ত!


এই ধরিত্রীর ভূমিতে,
ওরা এখনো এসে পৌঁছায়নি।
মাগো,তুমি ওদের ক্ষতি করো না,
ওরা একদিন শুধরে যাবে-
রূপনারানের কূলে এসে।


মাগো তুমি কেঁদো না,
তুমি তো জগত জননী।
আমরা তোমার আশীর্বাদে'ই সুখী,
নেই কোন দুঃখ,নেই কোন অভিযোগ,
আমরা শুধু তোমাতেই খুশি।