যখন রাস্তার কোনো এক কোণে-
দাঁড়িয়ে থাকি;
সপ্তাহে মাত্র দুটো দিন,
তোমাকে একটিবার দেখবো বলে।
তখন তোমার মুগ্ধতা...
আমাকে আবারো জাগিয়ে তোলে-
ছদ্মবেশী প্রেমিক হতে।


তুমি দূরে সরে গেছো ঠিকই-
তবু রয়ে গেছে মোর অবুঝ মনে।
বারে বারে সেই পুরনো স্মৃতি,
আজও মোরে পিছুটানে।
চোখে ভেসে ওঠে সেই প্রতিজ্ঞাবদ্ধ মুহূর্ত-
আরোও নানান অপেক্ষমান স্মৃতি।


আজ আমি ছদ্মবেশী প্রেমিক ঠিকই-
তবে কোন একদিন আসবে ফিরে সুদিন।
সেদিন ঘুচে যাবে সব দুঃখের আধার,
জ্বলে উঠবে অপেক্ষীয়মান ভালোবাসার আলো।
সেই ছদ্মবেশীর রূপে,কোন এক পথের ধারে,
আবারও মোরা মিলব দুটি হৃদয়-
থেকে যাব মোরা চিরন্তনই...
ইতিহাসের শ্রেষ্ঠতর পাতায়।।