কাহাদের জীবন নিয়ে করছ ছিনিমিনি
অরাজকতা,লোভ-লালসা তোমার,
যেন সহজাত প্রবৃত্তি হয়ে উঠেছে।


কিন্তু তুমি জেনে রেখো,সময় একদিন বদলাবে,
যেদিন তুমি খুঁজে পাবে নিজেকে...
হয়তো সেদিন আপন হারিয়ে হবে পর,
কাউকে পাবে না সেদিন পাশে।


তুমি হতে পারো পথদ্রষ্টা...
চারিদিকে আজ গুঞ্জন উঠেছে তোমায় নিয়ে,
আমরাও দেখেছি তোমার লালসতা!
বলতো এবার-
শোভা পায় কী তোমায় এমন দ্বিচারিতায়?