প্রতিটা মানুষ ভালোবাসে
কেউ গোপনে,কেউ সংগোপনে।
হৃদয়েই লেখা থাকে সেই নাম,
বছরের পর বছর যুগের পর যুগ অপ্রকাশিত হয়ে।


অমরত্ব চেয়ে কবিরা বুনে চলে শব্দের গীতি
কোনদিন হবে না কবিদের প্রেমের ইতি।
হতাশা,যন্ত্রণায় দগ্ধ হয়ে ওঠে হৃদয়-
গোপন প্রেম আবৃত হয় গভীর ব্যাকুলতায়।


শত শত শতাব্দীর কঠিন সত্যতা-
'তোমাকে ভালোবাসি'এই পবিত্রতা'য়
যেন আজ অসুখ ধরেছে যুগের খেয়াজালে।


তবুও মাঝে মাঝে গোপনে বলে উঠি-'তোমাকে ভালোবাসি'।
নির্জনতায়,অনুষঙ্গতায় কেঁপে উঠি আমি শূন্যতায়!
জানি তুমি শুনতে পাবে না আমার গোপন প্রেমের চিৎকার।