মধুপায়ি পাখিরা-
আর গুঞ্জন করে না,
মধুর সুর ধরে।


তাদের আকাঙ্ক্ষা..
পালিয়ে পালিয়ে বেড়ানোর।
নতুন ঝাঁকের খোঁজে,
নতুন সুরের খোঁজে।


আমার ইচ্ছাটা সেখানেই পড়ে,
যেথায় তারা গুঞ্জন করে।
কিন্তু তাদের গুঞ্জনের শব্দ..
আর শোনা যায় না।


তারা চঞ্চল...
তারা আজ সংগ্রামী,
তারা ভাবি প্রজন্মের দিশারী।