দীর্ঘমেয়াদী কাজের একটা দারুণ শব্দ,
'হতাশা' মনকে উদগ্রীব করে।
কিন্তু জাগে অনুভূতি,অনুপ্রেরণা-
নব হুল্লোরে ধ্বনিত হয় বুকে,
পরিশ্রমের ক্লান্তি খানি।


পুরনো অনুভূতি ছিল খুবই কষ্টকর-
তার দরুন একটা লম্বা শ্বাস নেওয়ার পালা!
একঘেয়েমি কাজের মেয়াদ অল্প হলেও,
তা বারেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়।
ক্লান্তির বহর খানি মনে করিয়ে দেয়,
সেই অক্লান্ত পরিশ্রমকে....
যার দরুন মন আজও হতাশায় পরিপূর্ণ।